আওয়ার ইসলাম: অবৈধ সম্পদের মামলায় সাময়িক বরখাস্ত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে ঢাকার আদালতে নেয়া হয়েছে।
মঙ্গলবার বেলা পৌনে ১১টায় রাজধানীর শাহবাগ থানা থেকে তাকে মহানগর দায়রা ও সিনিয়র বিশেষ জজ আদালতে হাজির করা হয়।
গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় মিজানুরের আগাম জামিনের আবেদন নামঞ্জুর করে পুলিশের হাতে তুলে দেন হাইকোর্ট।
দুদকের করা মামলায় আগাম জামিন চাইতে সোমবার হাইকোর্টে হাজির হন মিজান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বলেন, ডিআইজি মিজান পুলিশের ইমেজ নষ্ট করেছে। তাই তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হলো। শাহবাগ থানা পুলিশ এসে তাকে নিয়ে যাবে।
উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় গত রোববার হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন মিজান। ওই সম্পদের তদন্তকালে দুদক কর্মকর্তাকে ৪০ লাখ টাকা ঘুষ দেওয়ার কথা নিজে গণমাধ্যমে প্রকাশ করে সম্প্রতি নতুন করে আলোচনায় আসেন পুলিশের এই কর্মকর্তা।
-এএ