আওয়ার ইসলাম: ছয়দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাতে ঝৌশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন করা বাংলাদেশ বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। এর আগে বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি চীনের দালিয়ানের উদ্দেশে রওয়ানা হন।
এ সফরে প্রধানমন্ত্রী চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠক করবেন। বৈঠকে রোহিঙ্গা ইস্যুর যৌক্তিক সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে চীনের সহযোগিতা চাওয়া হবে।
এছাড়া, দুই দেশের ব্যবসা ও বাণিজ্য বিষয়ক বেশ কয়েকটি চুক্তিও সই হওয়ার কথা রয়েছে এবারের সফরে। ৬ জুলাই প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
-এএ