আবদুল্লাহ তামিম
রাশিয়ার ক্ষেপনাস্ত্র ব্যবস্থা এস-৪০০ এর প্রথম চালান আগামী দশ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে তুরস্কে পৌঁছবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
যুক্তরাষ্ট্র আর ন্যাটো সদস্য দেশগুলোর আপত্তি সত্তেও তুরস্ক তার সিদ্ধান্তে অবিচল রয়েছে। আমেরিকা ইতোমধ্যেই হুমকি দিয়েছে যদি এস-৪০০ এর চালান তুরস্কে পৌঁছে তবে দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করবে। এছাড়া, এফ-৩৫ ফাইটার বিমানও তুরস্কে সরবরাহ করবে না বলে জানিয়েছে দেশটি।
এরদোগান এ ব্যাপারে বলেন, এখন আর চুক্তি থেকে বের হওয়ার কোন সুযোগ নেই। কারো হুমকিতে তুরস্ক পিঁছু হটবে না। সূত্র: এনডিটিভি
-এটি