আওয়ার ইসলাম: বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা তুলে দেয়ার দাবিতে সুদানের ক্ষমতাসীন সামরিক বাহিনীর বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
রোববার দেশটির রাজধানী খার্তুমে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। তাতে লাখো মানুষ রাস্তায় নেমে সামরিক শাসন বিরোধী মিছিল নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যায়। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি ছুঁড়লে ৭ জন নিহত ও ১৮১ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রেসিডেন্টের বাসভবনের কাছে ও অভিজাত রিয়াদ আবাসিক এলাকায় নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বাধা দেয়, তাদের ওপর কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।
সুদান চিকিৎসকদের সেন্ট্রাল কমিটি বলেছে, অন্তর্বর্তীকালীন সামরিক সরকার বাহিনীর গুলিতে আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তবে ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের উপপ্রধান জেনারেল মুহাম্মদ হামদান দাগালো জানিয়েছেন, অজ্ঞাত স্নাইপাররা বেসামরিক ও সৈন্যদের দিকে গুলি ছুড়েছে।
প্রসঙ্গত, সাবেক নেতা ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার পর ট্রানজিটাল মিলিটারি কাউন্সিল দেশ পরিচালনা করছে। তিন দশক ক্ষমতায় থাকা সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার পরও দেশে বেসামরিক সরকার গঠনের দাবিতে বিক্ষোভ করে আসছে সুদানিজ প্রফেশনাল এসোসিয়েশন (এসপিএ)।
-এএ