মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

'গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করুণ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার (১ জুলাই) দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল (রোববার) গ্যাসের মূল্য বৃদ্বির যে ঘোষণা দিয়েছে তা কোন ভাবেই এদেশের সাধারণ মানুষ মেনে নিতে পারছে না, সম্পূর্ণ অযৌক্তিকভাবে ৩২.৮০ শতাংশ মূল্য বৃদ্বির ঘোষণা দিয়ে সরকার আবারও প্রমাণ করল এ সরকার দেশের গণমানুষের পক্ষের সরকার নয়।

তিনি আরও বলেন, গণবিচ্ছিন্ন এ সরকার বার বার জনগণের প্রতিপক্ষ হয়ে দাড়াচ্ছে এবং নির্দিষ্ট একটি গোষ্ঠীর পক্ষে কাজ করে যাচ্ছে । এভাবে একটি দেশ ও সভ্য জাতি চলতে পারে না। তাই এদের বিরুদ্ধে দেশের আপামর জনতা ঐক্যবদ্ধভাবে যৌক্তিক দাবির পক্ষে কাজ করতে হবে।

এছাড়াও মানববন্ধনে বক্তারা বলেন, সরকার প্রতিবছর ঘাটতি বাজেট প্রণয়ন করে দেশের জনগণের রক্ত চুষে দুর্নীতিবাজ আমলা ও রাজনীতিবিদদের হাতে তুলে দিচ্ছে। বক্তারা অনতিবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবনেতা শেখ নুর উন নাবী, ইঞ্জিনিয়ার শেখ মারুফ, এস এম আজিজুল হক, মুহাম্মাদ ইলিয়াছ হাসান, আব্দুল মুমিন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ