আওয়ার ইসলাম: সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের শয্যাপাশে বসে কুরআন তিলাওয়াত করেছেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ।
আজ সোমবার প্রায় এক ঘণ্টা এরশাদের শয্যাপাশে বসে কুরআন তিলাওয়াত করেন তিনি।
কুরআন তিলাওয়াতের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
চিকিৎসকদের বরাত দিয়ে বেগম রওশন এরশাদ জানান, ধীরে ধীরে এইচএম এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এমন সময় এরশাদের রোগমুক্তি এবং সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান বেগম রওশন এরশাদ।
উল্লেখ্য, ২৬ জুন সিএমএইচ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে ভর্তি করা হয় এরশাদকে। পরে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা জানান, শারীরিক অবস্থা বিবেচনা-সাপেক্ষে তাকে সিঙ্গাপুরে নেয়া হতে পারে। কিন্তু তারপর থেকে এরশাদের স্বাস্থ্য উন্নতির কোন খবর পাওয়া যায়নি। এর আগে গত ২০ জানুয়ারি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এরশাদ, ফেরেন ৪ ফেব্রুয়ারি।
-এটি