আওয়ার ইসলাম: জাতীয় সংসদে পাস হয়েছে ২০১৯-২০ অর্থবছরের বাজেট।
রোববার (৩০ জুন) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এটি পাসের সুপারিশ করলে কণ্ঠভোটে তা পাস হয়।
আজ স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে শুরু হয় বাজেট অধিবেশনের শেষ দিনের কার্যক্রম। সংসদ সদস্যরা সংসদে মন্ত্রণালয়গুলোর বিভিন্ন দাবির বিপরীতে তাদের বক্তব্য তুলে ধরেন। পরে অর্থমন্ত্রী নির্দিষ্টকরণ বিল, ২০১৯ সংসদের সামনে উত্থাপন করেন। এরপরেই সর্বসম্মতিতে নতুন বাজেট পাস হয়।
বর্তমান অর্থমন্ত্রীর প্রথম বাজেট আর বর্তমান আওয়ামী লীগ সরকারের টানা ১১তম। এবার বাজেটের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৮ দশমিক ২ শতাংশ। জানা যায় এটি ইতিহাসের সবচেয়ে বড় বাজেট।
-এটি