আওয়ার ইসলাম: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
অজ রোববার (৩০ জুন) দুপুর থেকে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটেছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। গত বুধবার (২৬ জুন) থেকে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। তার পাশে রয়েছেন তার স্ত্রী রওশন এরশাদ।
পারিবারিক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতির ফুসফুসে পানি জমেছে, যা বের করা জরুরি। তবে তার ফুসফুসের পানি বের করলে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে পারে। এরপরও চিকিৎসকরা পানি অপসারণ করার প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানা যায়।
আজ সন্ধ্যা ৬ টায় জাতীয় পার্টির বনানী অফিসে হুসেইন মুহম্মদ এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
-এটি