আওয়ার ইসলাম: ব্রাজিলের রিড ডি জেনিরো প্রদেশের বেলফোর্ড রোক্সো শহরের একটি বারে বন্দুকধারীদের গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।
গতকাল শনিবার রাতে ওই বারে অস্ত্রসহ এক দল লোক প্রবেশ করে এলোপাথারি গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
কর্মকর্তাদের বরাতে জানা যায়, রাতে বারটির ভেতরে অস্ত্রসহ এক দল লোক প্রবেশ করার পরই এলোপাথারি গুলি ছুড়তে থাকে। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, এ ঘটনায় অন্তত চারজন নিহত ও সাতজন আহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
এদিকে গোলাগুলির কারণ সম্পর্কে জানাতে পারেনি কর্তৃপক্ষ। ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনিরোতে প্রায়ই প্রতিপক্ষ দল এবং পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সূত্র: এপি
-এটি