আওয়ার ইসলাম: কোরীয় উপদ্বীপ বিভক্তকারী বেসামরিক এলাকায় (ডিএমজেড) কুশল বিনিময়ের জন্য উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনকে আমন্ত্রণের একদিন পর আজ রোববার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উন তার সঙ্গে সাক্ষাতের ব্যাপারে ‘অত্যন্ত আগ্রহী’।
সিঙ্গাপুর ও হ্যানয়ে বৈঠকের পরে তৃতীয় দফায় দুই নেতার সম্ভাব্য মুখোমুখি বৈঠক প্রসঙ্গে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা বিষয়টি দেখব। বৈঠকের ব্যাপারে তিনি অত্যন্ত আগ্রহী। আমরা সে লক্ষ্যে কাজ করছি।
কিম আমন্ত্রণ গ্রহণ করলে মাত্র কয়েক মিনিটের জন্য দুই নেতার এ বৈঠক হতে পারে—এ কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, এ বৈঠক অত্যন্ত সংক্ষিপ্ত হবে। তবে এটিই যথেষ্ট। করমর্দন মানে অনেক কিছু।
তিনি ব্যবসায়ী নেতাদের বলেন, ডিএমজেডে বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন তার সঙ্গে থাকবেন।
জাপানে জি২০ সম্মেলনে ট্রাম্প কিমকে আকস্মিক এ আমন্ত্রণ জানিয়ে টুইট করে জানান, দুই কোরিয়া বিভক্তকারী সীমান্তে সংক্ষিপ্ত এ বৈঠক কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে।
-এএ