মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বিভিন্ন মন্ত্রণালয়ে ফাঁকা ৩ লাখ ৮ হাজার পদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিভিন্ন মন্ত্রণালয়ে এখনো ৩ লাখ ৮ হাজার ৩৯২টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ রোববার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভপতিত্বে শুরু হওয়া অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ঝিনাইদহ-৪ আসনের সরকারি দলের সংসদ সদস্য আনোয়ারুল আজীম এক প্রশ্ন করলে জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে ফাঁকা পড়ে থাকা পদগুলো পূরণের জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। তবে নিয়োগ বিধি না হওয়া, আদালতে মামলা এবং পদোন্নতি দেয়ার মতো যোগ্যপ্রার্থী না পাওয়ার কারণে কিছু খালি পদ পূরণ করা যায় না।

১০ বছরে ১০০ জন বিচারপতি, ৮৭৬ জন সহকারি জজ নিয়োগ: রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা এক প্রশ্ন করলে তার জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে ২০০৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মোট এক'শ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অধস্তন আদালতে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত মোট আট ৮৭৬ জন সহকারী জজ নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ৯৯ জন সহকারী জজ নিয়োগের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

আরো জানা যায়, পাশাপাশি আরও এক'শ জন সহকারী জজ নিয়োগ দেওয়ার জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। এগুলোর বাহিরে এখন পর্যন্ত দুই হাজার ৬৭ জন বিচারপতিকেও পদোন্নতি দেওয়া হয়েছে বিভিন্ন পদে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ