মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত মাদরাসা শিক্ষক ইমাম উদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর ইসলামিয়া আলিয়া মাদরাসার শিক্ষক ইমাম উদ্দিন বাঁচতে চান। কারণ মরণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে তার শরীরে। তাকে বাঁচাতে প্রয়োজন ১০ লাখ টাকা।

দরিদ্র এ শিক্ষকের পরিবারের পক্ষে এত টাকা খরচ করে চিকিৎসা করানো সম্ভব নয়। এরইমধ্যে তাকে বাঁচাতে সর্বস্ব হারিয়েছে পরিবার। তাকে বাঁচাতে প্রধানমন্ত্রীসহ নিজের সক্ষমতা অনুযায়ী সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে তার পরিবার।

জানা যায়, ১৯৮৪ সালে নোয়াখালীর ইসলামিয়া আলিয়া মাদরাসায় শিক্ষকতা শুরু করেন ইমাম উদ্দিন। শিক্ষকতা জীবনে সহস্রাধিক শিক্ষার্থীর জীবন আলোকিত করলেও গলায় ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ তার জীবনই অন্ধকারাচ্ছন্ন।

২০১৭ সালে অসুস্থ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরীক্ষায় গলায় ক্যান্সার ধরা পড়ে। সে সময় তাকে কেমো ও রেডিও থেরাপি দেওয়া হয়। তবে ২০১৮ সালের শেষ দিকে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি।

চিকিৎসকরা তাকে বোন মেরু ট্রান্সপ্ল্যান্টের পরামর্শ দিয়েছেন। যার জন্য প্রয়োজন ১০ লাখ টাকা। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ইমাম উদ্দিন। খেয়ে না খেয়ে তাকে বাঁচাতে চেষ্টা চালাচ্ছে পরিবার।

এখন আর তার চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না তারা। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমাজের বিত্তশালী মানুষ, তার দেশে-বিদেশে থাকা শিক্ষার্থীসহ নিজের সক্ষমতা অনুযায়ী সবার কাছে সাহায্য কামনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ: ০১৭১৪৬৫১১৫০ (বিকাশ); ব্যাংক অ্যাকাউন্ট- ইমাম উদ্দিন, ২১৮৯, উত্তরা ব্যাংক, সোনাপুর শাখা, নোয়াখালী।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ