আবদুল্লাহ তামিম ♦
ভারতের বসিরহাটের তৃণমূল কংগ্রেসের এমপি নুসরত জাহান একজন মুসলিম হয়ে সংসদে মঙ্গলসূত্র, কপালে সিঁদুর পরে উপস্থিত হয়েছেন। এতে ভারতের কয়েকজন আলেম নিন্দ জানান। তারা বলেন যে, নুসরাত ইসলাম ও মুসলিমদের অবমাননা করেছেন।
দ্যা টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, গতকাল শনিবার আলেমের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন নুসরাত। তিনি বলেছেন, ধর্ম বিশ্বাস অন্তরে থাকলেই হয়। মঙ্গলসূত্র, কপালে সিঁদুর পরলেই ধর্ম অবমাননা হয় না।
এদিকে উত্তর প্রদেশের শাইখুল হিন্দ মাদরাসার প্রধান উপপরিচালক মুফতি আসাদ কাজমি বলেছেন, তিনি একজন অমুসলিমকে বিবাহ করেছেন এটাও ইসলামের বিধিবিধান পরিপন্থি। একজন মুসলমান শুধু মুসলমানকেই বিয়ে করতে পারেন। নুসরাতের এমন কাজ ইসলামে কখনই গ্রহণযোগ্য নয়। হতে পারেন না।
তিনি আরো বলেন, নুসরাত একজন অভিনেত্রী। অভিনেত্রীরা ধর্মের অনুশাসন মানেন না, যা ইচ্ছা তাই করে বেড়ান। সেটিই তিনি সংসদে করে দেখালেন। মুসলিম নারী হয়ে তিনি সংসদে সিঁদুর ও মঙ্গলসূত্র পরে এসেছিলেন। মুসলিম হয়ে এগুলো উচিৎ নয়।
কয়েকটি পত্রিকা দেওবন্দের কথা প্রচার করে বলছেন, নুসরাতের বিরুদ্ধে দেওবন্দ ফতোয়া দিয়েছে। বিষয়টি এমন নয়। গণমাধ্যগুলো খুঁজে দেখা গেছে দেওবন্দের শাইখুল হিন্দ মাদরাসা থেকে নুসরাতের এমন কাজের নিন্দা করা হয়েছে। অনেক পত্রিকা এটিকেই দেওবন্দ বলে মনে করে নিউজ প্রচার করছেন। দেওবন্দ এ বিষয়ে ফতোয়া না দিলেও ভারতের কয়েকজন আলেম নুসরাতের এমন জঘণ্ন কর্মকাণ্ডের নিন্দা করেছেন।
উল্লেখ্য, ২২ জুন তুরস্কের বোদরুম শহরে জৈন ধর্মের অনুসারী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত। ২৩ জুন কলকাতায় ফিরেই দুদিন পর নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি।