আওয়ার ইসলাম: গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে জ্বরে আক্রান্ত শিশুকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে বালুভর্তি ট্রলি তাদের ভ্যানের উপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই নিহত হন নার্গিস বেগম (২৩)।
এ সময় ওই ভ্যানে থাকা নার্গিস বেগমের এক মাস ১১ দিনের শিশুপুত্র মোস্তাকিন, মা সাফিয়া বেগম (৫০) ও ভাই হাসিব শেখ (২৬) আহত হয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, হাসপাতাল থেকে গেটে পৌঁছানোর আগেই তাদের ভ্যানে বালুভর্তি ট্রলি আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নার্গিস বেগম নিহত হন। একই পরিবারের আহত তিন সদস্যকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ওই গৃহবধূ খুলনা জেলার তেরখাদা উপজেলার গাংনী গ্রামের সেলিম খানের স্ত্রী।
গোপালগঞ্জ সদর থানার এসআই তরিকুল ইসলাম জানিয়েছে, ওই গৃহবধূ তার জ্বরে আক্রান্ত শিশুপুত্রকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তার দেখিয়ে ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তাদের ভ্যান হাসপাতাল গেটে পৌঁছানোর আগেই হাসপাতাল প্রাঙ্গণে বালু বোঝাই একটি ট্রলি তাদের ভ্যানের উপর আছড়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে।
নিহতের ভাই হাসিব শেখ বলেন, বোন, ভাগ্নে ও মাকে নিয়ে আমি ভ্যান চালিয়ে আমাদের গ্রামের বাড়ি থেকে গোপালগঞ্জ হাসপাতালে আসি। ভাগ্নেকে ডাক্তার দেখিয়ে সবাইকে নিয়ে আবার গ্রামের উদ্দেশ্যে রওনা দেই।
হাসপাতাল গেটে পৌঁছানোর আগেই বালুভর্তি ট্রলি আমাদের ভ্যানের উপর আছড়ে পড়ে। এতে বোন ঘটনাস্থলেই মারা যায়। আমরা তিনজন আহত হয়েছি। আমার মায়ের অবস্থা খুব খারাপ।
-এএ