আওয়ার ইসলাম: সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে ‘উপকারী বন্ধু’ বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।
তিনি বলেছেন, সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান আমার উপকারী বন্ধু। তার বন্ধুন্ত আমার জন্য সম্মানের। তিনি দেশের জন্য অনেক বেশি কাজ করছেন।
জি২০ সম্মেলনে অংশ নিতে জাপান সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প কোন এক ফাঁকে সৌদি যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা বলেন। খবর আল আরাবিয়্যা-এর।
ট্রাম্প বলেন, সৌদি যুবরাজ সন্ত্রাস দমনে যুগান্তকারী কাজ করেছেন। এছাড়াও তিনি দেশের জন্যও অনেক কাজ করেছেন।
এ সময় যুবরাজ মুহাম্মদ বিন সালমানও ট্রাম্পের ভূয়সী প্রশংসা করে বলেন, সন্ত্রাস দমনে আপনার অবদানের প্রতি পুরো বিশ্ববাসী কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, আমি দেশের জন্য যতটুকু সম্ভব কাজ করে যাওয়ার চেষ্টা করছি।
এই সফরকে সৌদি আরব গুরুত্বপূর্ণ বলে মনে করছে বলেও জানান যুবরাজ মুহাম্মদ।
জি২০ সম্মেলনের ফাঁকে সৌদি সিংহাসনের উত্তরসূরী মুহাম্মদ বিন সালমান ডোনাল্ট ট্রাম্প ছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমার পুতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে বৈঠক করেন বলে আল আরাবিয়্যার খবরে বলা হয়।
জি টোয়েন্টি সম্মেলনের এজেন্ডার অধীনে বেশ কিছু জটিল ইস্যু নিয়ে সংশ্লিষ্ট শরিক দেশগুলোর নেতারা মতবিনিময় করবেন।
চীন-আমেরিকা বাণিজ্যযুদ্ধ এবং ইরান-উত্তর কোরিয়া বিষয়ক বিষয়গুলোও এজেন্ডার গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে কাজ করবে।
শুক্রবার জাপানের উসাকায় শুরু হওয়া সম্মেলনটিকে আলাদাভাবে বিবেচনায় রাখা যেতে পারে। কারণ এখানে শরিক দেশগুলোর মাঝে নানামুখী সংকট নিয়ে চরম বিরোধীতা রয়েছে।
সূত্র: আল আরাবিয়্যা
আরএম/