মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

সুন্দরবন রক্ষায় ব্যয় করা হবে ৪৬০ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের বাংলাদেশ অংশের প্রাণ-প্রকৃতি নিয়ে ইউনেস্কো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেটিভ অব নেচার ‘আইইউসিএন’ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিশ্ব ঐতিহ্য (ওয়ার্ল্ড হ্যারিটেজ) সুন্দরবনের সুরক্ষায় সরকার এবার ব্যয় করবে প্রায় ৪৬০ কোটি টাকা। এই পদক্ষেপ সুন্দরবনের জীব বৈচিত্র্যকে আরও বেশি সুরক্ষিত করবে, এমন দাবি বন বিভাগের।

সুন্দরবন সুরক্ষা নামে পাঁচ বছর মেয়াদী এই প্রকল্পে বন রক্ষায় কৌশলগত পরিবর্তন নিয়ে গবেষণার পাশাপাশি সুন্দরবনের ওপর নির্ভরশীল প্রায় সাড়ে ৩ লাখ মানুষের জীবন-জীবিকার বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, উন্নয়ন-আধুনিকায়নসহ প্রতিবেশ পর্যটন (ইকো ট্যুরিজম), সার্বক্ষণিক বন পাহারায় অত্যাধুনিক জলযান সংগ্রহ, ঝুঁকির মধ্যে থাকা ২৮টি বন অফিস আধুনিকায়ন ও ব্যবস্থাপনা পরিকল্পনায় আধুনিকায়ন থাকছে।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান জানিয়েছেন, চলতি বছর থেকে চারশ ৫৯ কোটি ৯৩ লাখ ৫৬ হাজার টাকার এই প্রকল্পের কাজ শুরু হবে।

বন বিভাগ বলছে, বিগত কয়েক বছর ধরে সুন্দরবন জুড়ে আধুনিক প্রযুক্তি নির্ভর ‘স্মার্ট প্রোট্রোলিং’ এর মাধ্যমে বন পাহারা দেওয়ায় এ বছর সর্বশেষ বাঘ জরিপে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা ১০৬টি থেকে বেড়ে দাঁড়িয়েছে ১১৪টিতে।

খালে বিষ দেওয়া রোধে গত ১১ মার্চ থেকে সুন্দরবন অভ্যন্তরে ২৫ ফুট বা তার চেয়ে ছোট খাল গুলোতে সারা বছর মাছ আহরণ নিষিদ্ধ ও ২৫ ফুটের উপরের সব খাল গুলোতে মাছের প্রজনন মৌসুম জুলাই ও আগস্ট মাসে মাছ আহরণ নিষিদ্ধ করেছে বন বিভাগ।

সুন্দরবন বিভাগ বলছে, বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করায় ম্যানগ্রোভ এই বনের প্রাণ-প্রকৃতি এখন আগের থেকে অনেক বেশি সুরক্ষিত। তবে, বাংলাদেশের এই দাবির সঙ্গে একমত হয়নি ইউনেস্কো ও আইইউসিএন।

সুন্দরবন নিয়ে আইইউসিএনের প্রস্তাবনা আগামী ৩০ জুন থেকে ১০ জুলাই আজারবাইজানের রাজধানী বাক’তে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হবে। এই অবস্থায় নড়েচড়ে বসেছে সরকার।

ইতিমধ্যেই ফ্রান্সে গিয়ে বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাইসের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি সরকারী প্রতিনিধি দল সুন্দরবন সুরক্ষায় বাংলাদেশের নেওয়া সর্বশেষ পদক্ষেপ গুলো সম্পর্কে আইইউসিএন সদস্যদের ব্রিফ করে দেশে ফিরেছেন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ