আওয়ার ইসলাম: ভারতের লোকসভার অধিবেশনে এভাবেই বলেন তৃণমূল কংগ্রেসের সদস্য মহুয়া মৈত্র বলেন, ভয়ের পরিবেশে বাস করছে ভারতের মানুষ। অন্ধকার যুগের দিকে যাচ্ছে ভারত। জাতীয়তাবাদের নামে এক করা নয় বরং বিভক্ত করা হচ্ছে দেশকে। ভারতে চলছে স্বৈরতন্ত্র।
প্রথমবারের মতো লোকসভা নির্বাচনে অংশ নিয়েই জয়ী হন মহুয়া মৈত্র। আর প্রথমবারের মতো বলার সুযোগ পেয়েই তার বক্তব্য বেশ সাড়া ফেলেছে আন্তর্জাতিক মহলে। ওই বক্তব্যের ফুটেজ এরইমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে সামাজিক মাধ্যমে বলা হচ্ছে এটি বর্ষসেরা বক্তব্য।
মহুয়া সংসদে বলেন, ‘ভারতে বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আসা হচ্ছে। ভারতের বুকে ৫০ বছর ধরে যারা রয়েছেন, বারবার নিজেদের ভারতীয় বলে যারা প্রমাণ দিয়েছেন, আর এই কেন্দ্রীয় সরকার তাদের অনুপ্রবেশকারী বলছে।’
মহুয়া বলেন, ‘ভারতীয় সেনার সাফল্যকে একজন ব্যক্তির সাফল্য হিসেব তুলে ধরা হচ্ছে মোদি সরকারের জমানায়।’ তিনি দাবি করেন, ‘এই সরকারের জমানায় জঙ্গি হানার ঘটনার পাশাপাশি জম্মু-কাশ্মীরে সেনা জওয়ানের মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।’
মহুয়া শুরু করেছিলেন মাওলানা আবুল কালাম আজাদের উক্তি দিয়ে। তারপর তিনি বলেন, ‘দেশে স্বৈরতন্ত্র চলছে।’
-এটি