আওয়ার ইসলাম: অতীতের সব রেকর্ড ভেঙ্গে এক নতুন উচ্চতায় পৌঁছেছে চলমান একাদশ জাতীয় সংসদ। প্রথম বছরের তৃতীয় এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন টানা তৃতীয় মেয়াদের সরকারের প্রথম বাজেট অধিবেশনটি একের পর এক রেকর্ড গড়েছে।
অর্থমন্ত্রীর অসুস্থতার কারণে এবারই প্রথমবারের মতো বাজেট উপস্থাপন এবং একই কারণে অর্থবিল উত্থাপন ও বিলে সংসদ সদস্যদের আনা আপত্তির জবাব দেয়ার মাধ্যমে অনন্য নজির গড়েন সংসদ নেতা ও সরকার প্রধান শেখ হাসিনা। শুধু তাই নয় এবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনও করেন শেখ হাসিনা।
বাজেট আলোচনায় সবোচ্চ সংখ্যক সংসদ সদস্যের অংশগ্রহণের মাধ্যমে এবারের অধিবেশন আরেকটি মাইলফলক স্থাপন করেছে। মাত্র ১৫ কার্যদিবসে বাজেট বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ অন্তত ২৭০ জন সংসদ সদস্য। এরআগে এমন নজির কোনো সংসদ গড়তে পারেনি।
সংসদের অধিবেশনে শনিবার (১৯ জুন) ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এমন তথ্য জানান সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী।
তিনি জানান, এ সংসদের প্রথম বাজেট অধিবেশন মাত্র ১৫ দিনের। তারপরও দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক সদস্য বক্তব্য দিয়েছেন।
স্বল্প সময়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতার পক্ষে বিরোধী দলীয় উপনেতা, আইনমন্ত্রীসহ ২৭০ জন বক্তব্য রেখেছেন। এরআগে ২০১৪-১৫ অর্থবছরে ২৬৫ জন বক্তব্য দেয়ার সুযোগ পেয়েছিলেন। এবারই এ যাবৎকালের সবচেয়ে বেশি সংখ্যক সংসদ সদস্য বাজেটের ওপর বক্তব্য দিয়েছেন। এটা একটা রেকর্ড।
সংসদের রেকর্ড গড়ার বিষয়টি সদস্যদের অবগত করেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়াও। সভাপতির আসনে বসে তিনি বলেন, অতীতের সব অধিবেশনের চেয়ে সবচেয়ে কম কার্যদিবসে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য অংশ নিয়েছেন। আপনারা একটা রেকর্ড সৃষ্টি করেছেন।
-এটি