আওয়ার ইসলাম: ভারতের জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরো ছয় মাস বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
শুক্রবার ভারতের লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীরে আরো ছয় মাস রাষ্ট্রপতি শাসন রাখার প্রস্তাব দেন।
অমিত শাহর প্রস্তাব মেনে জম্মু কাশ্মীরে আরো ছয় মাস রাষ্ট্রপতি শাসন জারি রাখার প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্র। সেইসঙ্গে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রস্তুতির কাজও শুরু করছে কেন্দ্র।
অমিত শাহ জানান, চলতি বছরের শেষের দিকেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি কাশ্মীর সমস্যা সমাধানেরও ইঙ্গিত দেন তিনি। কেন্দ্র জম্মু-কাশ্মীরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নির্ধারিত সময়ের মধ্যেই সীমান্তে বাঙ্কার নির্মাণ সম্পূর্ণ হবে।
জম্মু-কাশ্মীর রিজার্ভেশন অ্যাক্ট, ২০০৪ বিল প্রস্তাব করেছেন অমিত শাহ। এ বিলের আওতায় আন্তর্জাতিক সীমান্ত থেকে ১০ কিলোমিটার পর্যন্ত বসবাসকারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ সংরক্ষণের সুবিধা দেয়া হবে। এ বিল পাস হলে রাজ্য সরকারি চাকরিতে আর্থিকভাবে দুর্বল যুবকদের বিশেষ সুবিধা দেয়া হবে।
এদিকে জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি নিয়ে পিডিপিসহ ভারতের অন্য রাজনৈতিক দলগুলো ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্রের বিরুদ্ধে। যদিও জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার ঘোষণায় কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলো।
-এএ