আওয়ার ইসলাম: মাদক ব্যবসায়ীদের এ ঘৃণ্য পেশা ছেড়ে ভালো পথে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের পরিণতির জন্য তারা নিজেরাই দায়ী থাকবেন। মাদক আইন শক্তিশালী করে সর্বোচ্চ শাস্তির বিধান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের জিইসি কনভেনশন মিলনায়তনে কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা বলেন।
দেশের বাইরে থেকে মাদক আসে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় বিজিবি ও কোস্টগার্ডকে শক্তিশালী করা হয়েছে। যেসব মাদক দেশের ভেতরে চলে আসে তা প্রতিরোধে পুলিশ ও র্যাব কাজ করছে। মাদক ব্যবসায়ীরা এ ব্যবসা বন্ধ না করলে তাদের সর্বোচ্চ শাস্তি ও পরিণতির জন্য তারা নিজেরাই দায়ী থাকবেন।
মহাসমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল, স্থানীয় সংসদ সদস্য ডা. আফসারুল আমীন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মুহা. জাবেদ পাটোয়ারী।
এছাড়াও আরো বক্তব্য দেন সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমান ও পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।
-এএ