আওয়ার ইসলাম: আবারো ভারতে পেটানো হল মুসলিম যুবককে। ‘জয় শ্রী রাম’ বলার জন্যে ওই যুবকের ওপর জোর জবরদস্তি চালানো হয়।
ভারতের মহারাষ্ট্রের থান শহরের দিভা এলাকায় এ ঘটনা ঘটে। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, ওই মুসলিম যুবকের নাম ফয়সাল উসমান খান (২৫)। তিনি অনলাইন ভিত্তিক ট্যাক্সি ক্যাব চালান। গত সোমবার ভোর ৩টার দিকে তিনি দিভার এক হাসপাতাল থেকে কয়কজন যাত্রী নিয়ে মুম্বাইয়ের দিকে যাচ্ছিলেন।
এসময় কয়েকজন মাতাল ব্যক্তি তার ট্যাক্সি কাব থামিয়ে বলে, মাঝ রাস্তায় কেন সে গাড়ি থামিয়েছে?
ফয়সাল বলেন, তারা আমার গাড়ির চাবি নেয়। এরমধ্যে ট্যাক্সিতে থাকা একজন যাত্রী বের হলে তাকেও মারধর করা শুরু করে। এরপর তারা আমায় মারধর শুরু করে এবং আমার ধর্ম নিয়ে কটূক্তি করে। এছাড়া বলে, আমি যদি ‘জয় শ্রী রাম’ চিৎকার করে বলি তাহলে আমায় ছেড়ে দিবে। এ ঘটনায় ফয়সাল মুম্বাই পুলিশকে অভিযোগ করেন।
পুলিশ সুপার এসএস বুশ জানান, আইপিসি বিভাগের ২৯৫ (ধর্মীয় অনুভূতিতে আঘাত) ও ৩৯২ (ডাকাতি) এর অধীনে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মুম্বাইয়ের পুলিশ একটি মামলা করেছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
-এএ