আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন নভেম্বরে করতে চান বলে সিনেট অধিবেশনের ভাষণে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৮তম বার্ষিক সিনেট অধিবেশনে উপাচার্য জাকসু নির্বাচনের এ ঘোষণা দেন।
বার্ষিক বাজেট অনুমোদনসহ বেশ কয়েকটি এজেন্ডায় ডাকা ৩৮তম এ অধিবেশন শুক্রবার বিকাল ৪টায় শুরুর কথা থাকলেও শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে এক ঘন্টা বিলম্বে তা বিকেল ৫টায় শুরু হয়।
এর আগে বিকেল সাড়ে ৩টা থেকে জাকসু নির্বাচনের দাবিতে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) ও সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।
অধিবেশনের নির্ধারিত সময়ে সিনেটররা সিনেট হলে প্রবেশ করতে গেলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। এসময় প্রশাসনের কর্তাব্যক্তিরা আলোচনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ ছেড়ে দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেন।
পরে উপাচার্য সিনেট অধিবেশনে যোগ দেওয়ার আগে তার সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষার্থীরা। ফারজানা ইসলাম তাদের ৩১ জুলাইয়ের মধ্যে জাকসুর জন্য নির্বাচন কমিশন গঠনের আশ্বাস দেন।
-এএ