মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

জি-২০ সম্মেলন: ট্রাম্পের সঙ্গে এরদোগান-মোহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুক্রবার জাপানের ওসাকায় শুরু হয়েছে জি২০ সম্মেলন৷ বড় ও দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর জোট এটি৷ বিশ্বের মোট জিডিপির ৮৫ ভাগ এই জোটের৷ দুই তৃতীয়াংশ মানুষের বসতিও সেখানে৷ ১৯৯৯ সালে বার্লিন সম্মেলনের মধ্য দিয়ে পথ চলা শুরু৷

সম্মেলেন অফিশিয়াল ছবিতে বিশ্ব নেতারা এক ফ্রেমেই বন্দি হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবিতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের পাশে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে দেখা গেছে।

এদিকে, জি-২০ শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। জাপানের ওসাকায় শুক্রবারের এই বৈঠকে তারা দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছেন।-খবর ইন্ডিয়া টুডের

আগামীকাল শনিবার শেষ হবে দুদিনের এ সম্মেলন। শীর্ষ সম্মেলনে ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে আরও ৮টি দেশ এবং ৯টি বহুজাতিক সংস্থাসহ মোট ৩৭ দেশ ও সংস্থা এতে অংশ নিয়েছে।

এবারই প্রথম এ সম্মেলনের আয়োজক হয়েছে জাপান। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সম্মেলনে সভাপতিত্ব করছেন।

এবারের সম্মেলনে বিশ্ব অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, উদ্ভাবন, পরিবেশ ও শক্তি, শ্রমবাজার, নারীর ক্ষমতায়ন, উন্নয়ন এবং স্বাস্থ্য নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সাগরে প্লাস্টিক দূষণ রোধ করতে ২০৫০ সালের মধ্যে করণীয় কী হবে তা নির্ধারণ করা হবে এখানে। এবারের জি-২০ সম্মেলনে প্লাস্টিক দূষণ কমাতে থ্রিআরএস (রিডিউস, রিইউজ এন্ড রিসাইকেল) কৌশল কাজে লাগানোর সিদ্ধান্ত হতে পারে বলে ভাবছেন আয়োজকরা।

১৯টি দেশ ও ইইউ মিলে গঠিত জি-২০র মূল সদস্য দেশগুলো হচ্ছে- জাপান, মেক্সিকো, কোরিয়া প্রজাতন্ত্র, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, সৌদি আরব, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এ ছাড়াও নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, স্পেন, ভিয়েতনাম, থাইল্যান্ড, মিসর, চিলি ও সেনেগালকে আমন্ত্রিত দেশ হিসেবে ওসাকায় ডাকা হয়েছে।

আরএম/

 

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ