আওয়ার ইসলাম: ভারতের বিহারে একদিনে বজ্রপাতে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১১ জন।
আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে ভারত কর্তৃপক্ষ।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বিহারের ভাগলপুর, বেগুসারাই, সাহারসাসহ ১৪ জেলায় এ প্রাণহানীর ঘটনা ঘটে। মৃত ৩০ জনের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।
আহতের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। শুক্রবার পর্যন্ত আরো বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। জুন-সেপ্টেম্বরের বর্ষা মৌসুমে ভারতে বজ্রপাতের ঘটনা নতুন নয়। জুনে একই রাজ্যে বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়।
-এটি