আওয়ার ইসলাম: আফগানিস্তানে দুই মার্কিন সেনা নিহত হয়েছে। আমেরিকা ও তালেবান যখন নতুন দফা আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে তখন মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটলো।
বুধবার (২৬ জুন) মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট এ খবর দিয়েছে।
সেনা নিহতের বিষয়ে ন্যাটো জোট বিস্তারিত কিছু বলেনি। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অঘোষিতভাবে আফগানিস্তান সফরের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তার দেশের সেনা নিহত হলো। আফগানিস্তান সফরে পম্পেও আশা করেন, আগামী ১ সেপ্টেম্বরের আগেই তালেবানের সঙ্গে তারা শান্তি চুক্তি করতে পারবেন।
ন্যাটো এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নীতি অনুসারে নিহত সেনাদের আত্মীয়-স্বজনকে জানানোর আগ পর্যন্ত ২৪ ঘণ্টা এসব সেনার পূর্ণাঙ্গ পরিচয় গোপন রাখা হবে।
এদিকে, তালবান এক বিবৃতিতে দাবি করেছে যে, ওয়ারদাক প্রদেশে সাইয়েদাবাদ এলাকায় আকস্মিক হামলার মাধ্যমে তারা দুই সেনাকে হত্যা করেছে।
-এএ