আবদুল্লাহ তামিম
পাকিস্তানের বিরোধী দলগুলোর যৌথ সম্মেলনের এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
জি নিউজের বরাতে জানা যায়, আজ বুধবার পাকিস্তানের বিরোধী দলের নেতা শাহবাজ শরিফ, বিলওয়াল ভুট্টো, জারদারি, ইউসুফ রাজা গিলানি, আসফিন্দার ওয়ালিসহ আওয়ামী পার্টি ও অন্যান্য বিরোধী দলের নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয় ইসলামাবাদ মাওলানা ফজলুর রহমানের বাসভবনে।
বৈঠকের যৌথ বিবৃতিতে বলা হয়, সকল রাজনৈতিক দল পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রত্যাখ্যান করেছে, দেশের প্রতিটি সেক্টর দরিদ্রতার উপর দিয়ে যাচ্ছে। দেশীয় অর্থনীতি হুমকির মুখে। বিশাল নিরাপত্তা ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছে দেশ।
সরকারের সিদ্ধান্ত গৃহযুদ্ধ, স্বায়ত্তশাসন আর মানুষের বেঁচে থাকার হুমকি হয়ে দাঁড়িয়েছে। বহিরাগত নিরাপত্তা নিয়ে অর্থনৈতিক বিভাগগুলি একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।
তাদের বিবৃতিতে আরো বলা হয়, দেশ দেউলিয়া অবস্থার সীমা অতিক্রম করছে। সরকার নেতৃত্বের বিষয়ে মানুষের সন্দেহ দিন দিন বাড়ছে। জনগণের মনের কথা হলো ক্রমবর্ধমান পরিস্থিতিতে দেশে সহিংসতা বাড়ছে।
সূত্র: ডেইলি পাকিস্তান
-এটি