আওয়ার ইসলাম: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন অটোরিকশার ৬ যাত্রী। তাদের রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল ৭ টার দিকে উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী হীরুর চাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার দক্ষিণ গোপালরায় গ্রামের নুর উদ্দিনের ছেলে অটোচালক রবিউল ইসলাম (৩৬) ও একই গ্রামের বিশ্বনাথের ছেলে নান্দু বর্মন (৫৫)।
আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কালীগঞ্জ উপজেলার দক্ষিন গোপাল রায় গ্রামের নিহত নান্দু বর্মনের ছেলে পূর্ন চন্দ্র রায় (১৯) ও একই উপজেলার কাকিনা এলাকার মতিয়ার রহমানের ছেলে মোকছেদুল (২২)।
এলাকাবাসী জানান, বুধবার সকালে কালীগঞ্জ থেকে অটোরিকশায় লালমনিরহাট যাচ্ছিলেন। আদিতমারী উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের নামুড়ী নামক স্থানে পাটগ্রামগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
-এএ