আবদুল্লাহ তামিম
হায়দারাবাদ থেকে বিজয়ী সাংসদ মুসলিম নেতা ব্যারিস্টার আসাদউদ্দীন ওয়াইসি লোকসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করে সংসদে আল্লাহু আকবার বলে শপথ শেষ করেছিলেন, আর অন্যান্য নেতাদের মধ্যে বিজেপি ও এনডিএ ভারত মাতা কি জয় ও জয় শ্রীরাম এর স্লোগান দিয়েছিলেন।
আসাদউদ্দীন ওয়াইসি এর আল্লাহু আকবার স্লোগান নিয়ে মিডিয়াতে আলোচনা হয়েছে ব্যাপক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পক্ষে যুক্তি কথা বলেছেন বেশি।
এদিকে রামপুরের নির্বাচিত এমপি জনপ্রিয় মুসলিম নেতা মোহাম্মদ আজম খান ওয়াইসিকে সমর্থন করে বলেন, শ্রী শ্রী রাম এর স্লোগানের কোন আপত্তি নেই। যার যার ধর্ম সে মানবে। ওয়াইসির আল্লাহু আকবার ইসলামের মহান বাক্য হিসেবে বলা ঠিকই আছে। কোনো আপত্তি নেই।
আজম খান আরো বলেন, কোনো হিন্দু নেতা যেমন ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে পারেন তাতে আমাদের কোনো আপত্তি নেই। আবার আমরা মুসলিম আমাদের আল্লাহু আকবার বলায় কোনো আপত্তি থাকার কথা নয়।
সূত্র: দ্যা ইনকিলাব হিন্দি নিউজ
-এটি