আওয়ার ইসলাম: পরোয়ানা জারি হলেই গ্রেপ্তার হবেন ডিআইজি মিজানুর রহমান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
বুধবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে একথা জানান তিনি।
মিজানের অস্ত্র জব্দ করতে ঢাকা জেলা প্রশাসক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। অবৈধ সম্পদ অর্জন, নারী কেলেঙ্কারি ও ঘুষ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে ডিআইজি মিজানের বিরুদ্ধে। এরই মধ্যে তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে দুদক।
ডিআইজি মিজানের অস্ত্র জব্দের প্রক্রিয়াও শুরু হয়েছে। ঘুষ লেনদেনের অভিযোগ ওঠায় দুদকের বরখাস্ত পরিচালক এনামুল বাছিরের বিদেশ গমনেও নিষেধাজ্ঞা চেয়েছে দুদক।
আইনমন্ত্রী আনিসুল হক জানান, মিজান ও বাছিরের ঘুষ লেনদেনের ঘটনায় দুই সাংবাদিককে দেয়া দুদকের চিঠির বিষয়টি খতিয়ে দেখা হবে। দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
-এএ