মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

‘ধর্মীয় সব অঙ্গনের মতই ইসলামী অর্থনীতিতেও মনোযোগী হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মীয় সব অঙ্গনের মতই সলামী অর্থনীতিতেও আমাদের মনযোগী হতে হবে। এই অঙ্গনে দীর্ঘ দিনের শুন্যতা রয়েছে। আইএফ একাডেমি এ শূণ্যতা পূরণের জন্য কাজ করে যাচ্ছে।

ইসলামিক ফাইন্যান্স একাডেমি এন্ড কনসালটেন্সির (ইফাক) ১৫ তম ব্যাচের অরিয়েন্টশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রখ্যাত দায়ী মাওলানা আব্দুল মাজিদ একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাকতাবাতুল ইসলাম এর স্বত্বাধিকারী মাওলানা গালিব বলেন, হালাল খাবার ও হালাল অর্থনীতির চাহিদা গোটা বিশ্বেই বাড়ছে। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান আরো বড় পরিসরে এসব কাজ করে যাবে, এমনটিই আমরা প্রতশ্যা করি।

আইএফএসির এলমনাই সফটওয়ার প্রকৌশলী ইমরান হাসান নিজের স্মৃতিচারণ করে বলেন, এই প্রতিষ্ঠানের চতুর্থ ব্যাচে আমি এই কোর্সটি সম্পন্ন করেছি।

ব্যক্তিগত লেনদেন থেকে শুরু করে ব্যবসায়িক লেনদেন সবজায়গায়ই এর সুফল পেয়েছি। হালাল হারাম বিষয়ে স্বচ্ছ একটি ধারণা সৃষ্টি করে এই কোর্স।

আইএফএসির পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুম সভাপতির বক্তব্যে বলেন, অত্যন্ত প্রতিকূলতার মাঝ দিয়ে আমাদের এগিয়ে আসতে হয়েছে।

আলহামদুলিল্লাহ, এখন অনেকেই ইসলামি অর্থনীতি বিষয়ে আগ্রহী হচ্ছেন। প্রায় তিনশতাধিক শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠান থেকে ইসলামি অর্থনীতি কোর্স সম্পন্ন করেছে।

আমরা বিশ্বাস করি এটি নিছক একটি প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি আন্দোলন। মানুষকে হারাম থেকে বাঁচানোর আন্দোলন। প্রতিষ্ঠানের কো অর্ডিনেটর মাওলানা আবু সাঈদ যোবায়েরের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন মুফতি আরিফুল ইসলাম। প্রকৌশলী আশিকুর রহমান।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ