আওয়ার ইসলাম: দুদক কর্মকর্তাকে ঘুষ দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের ডিআইজি মিজানকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৫ জুন) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রপতির দফতরে পাঠানো চিঠিতে অনুমোদনের পরই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নারী নির্যাতনের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মিজানুর রহমানের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু এ তদন্ত করতে গিয়ে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাসির ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেছিলেন মিজানুর রহমান। তার ঘুষ দেয়ার প্রমাণ মেলার পরেই এ বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এএ