আওয়ার ইসলাম: সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়ে হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ।
গতকাল সোমবার (২৩ জুন) ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীরা সৌদি আরবের এ বিমানবন্দরে হামলা চালালে একজন নিহত ও ৭ জন আহত হয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের অযৌক্তিক কাজগুলিতে আমরা উদ্বিগ্ন। সৌদি রাজ্যের নিরাপত্তাকে হ্রাস করে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে বিনষ্ট করে এমন পদক্ষেপের নিন্দা জানাই আমরা।
হামলার শিকার নিরীহদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সৌদির নিরাপত্তা সংক্রান্ত যে কোনও হুমকির বিরুদ্ধে দেশটির প্রতি একাত্মতা প্রকাশ করে এবং রাজ্যে শান্তি ও স্থিতিশীলতার রক্ষণাবেক্ষণের জন্য আঞ্চলিক প্রচেষ্টার প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।
-এটি