আওয়ার ইসলাম: সৌদি আরবে নিজেদের সহকর্মীর গুলিতে তিন সেনা নিহত হয়েছে। গোপন একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির আস-সাবাক নিউজ এ খবর জানিয়েছে।
গতকাল সোমবার এ ঘটনা ঘটে। নিহত তিন সৈন্যকে হত্যার পর ঘাতক ওই সেনা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে।
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিযান প্রদেশের আল-আরিশ জেলায় এ ঘটনা ঘটেছে। এদিকে সৌদি আরবের সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিক কোন বিবৃতি প্রকাশ না করলেও অন্য এক সূত্রের মাধ্যমে জানা গেছে যে, ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে গভীরতর তদন্ত করার ঘোষণা দিয়েছে সৌদি সেনা কর্তৃপক্ষ। তবে হামলার পিছনে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনীর হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আস-সাবাক
-এটি