মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

২ জুলাইয়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংসের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২ জুলাইয়ের মধ্যে সকল ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিজ দায়িত্বে ধ্বংসের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ নির্দেশনার কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘ওষুধ প্রশাসন গত সপ্তাহে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাথে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিষয়ে মতবিনিময় করেছে। সেখানে সবাই একমত হয়েছেন যে, আগামী ২ জুলাইয়ের মধ্যে সকল মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হবে।’

‘তবে ২ জুলাইয়ের পরও যদি কোনো ফার্মেসি মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, বলে জানান তিনি।

ওষুধ প্রশাসন মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ ২ জুলাইয়ের মধ্যে ধ্বংস করতে হবে এবং সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির কাছে ফেরত দিতে হবে।

তিনি বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিকে চিঠি দিয়েছি। সমিতিগুলোও সকল ফার্মেসিতে চিঠি দিয়েছে।’

কতগুলো মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস বা ফেরত দেয়া হয়েছে তার তথ্য সবসময় ওষুধ প্রশাসনকে জানাতে হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৬ মাসে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৪০৪টি ফার্মেসির বিরুদ্ধে মামলা হয়েছে।

এছাড়া পাঁচজনকে কারাদণ্ড ও ৮১ লাখ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ২২ লাখ ৮১ হাজার ৪০৫ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ