আওয়ার ইসলাম: ভারতের রাজস্থান প্রদেশে ধুলিঝড়ে তাঁবু ভেঙে পড়ে কমপক্ষে ১৪ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।
রোববার প্রদেশের বারমের জেলার ওপর দিয়ে প্রবাহিত ধুলিঝড়ে ওই তাঁবুর ধাতব পাদানিগুলো ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
বারমেরের জেলা কালেক্টর জানান, ধর্মীয় অনুষ্ঠানে বিশাল আকৃতির ওই তাঁবুটি খাটানো হয়েছিলো। কিন্তু ঝড়ে বৈদ্যুতিক তার ছিড়ে ধাতব পাদানিগুলোর পড়লে সেগুলো উপস্থিত লোকজনের ওপর ভেঙে পড়ে। তবে কতজন তাঁবুর পাদানি এবং কতজন বৈদ্যুতিক তারের নিচে পড়ে মারা গেছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
মরদেহগুলোর ময়নাতদন্তের পর সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্থানীয় এক পুলিশ কর্মকর্তা।
এদিকে তাঁবু দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক ঘেহলোট। এছাড়া দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি ৫ লাখ এবং আহতদের ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক।
-এএ