আওয়ার ইসলাম: মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানিসংক্রান্ত জিজ্ঞাসাবাদের ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের কারাগারে ডিভিশন পাওয়া-না পাওয়ার বিষয়ে কারাবিধি অনুসরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
আজ সোমবার বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ঢাকার কেন্দ্রীয় কারাগারের জেল সুপারকে ডিভিশন পাওয়া না পাওয়ার বিষয়ে কারাবিধি অনুসরণের এই নির্দেশ দেন।
এর আগে সোমবার সাইবার ট্রাইব্যুনালে এ আসামির পক্ষে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন প্রদানের আবেদন করেন আইনজীবী ফারুক আহমেদ।
শুনানিতে তিনি বলেন, ‘আসামি মোয়াজ্জেম হোসেন ওসি হিসেবে নবম গ্রেডের অফিসার। তিনি এখনো চাকরিরত। ২০১২ সালের ৩০ জুলাইয়ের গেজেট অনুযায়ী তিনি প্রথম শ্রেণির কর্মকর্তা ও নাগরিক। তাই তিনি কারাগারে প্রথম শ্রেণির কয়েদির মর্যাদার সকল সুযোগ-সুবিধা পেতে পারেন ।
গত ১৬ জুন ওসি মোয়াজ্জেম হোসেন গ্রেপ্তার হন। এরপর ১৭ জুন তাকে একই ট্রাইব্যুনালে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন একই বিচারক।
আগামী ৩০ জুন এ মামলায় চার্জগঠনের দিন ঠিক আছে এবং ওইদিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেওয়া হয়েছে।
-এটি