মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ইরান বিষয়ে উপায় খোঁজতে সৌদিতে পম্পেও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার আগে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

জানা যায়, পরমাণু চুক্তি থেকে ওয়াশিংটনের প্রত্যাহারের কারণে এ বিষয়ে বৈঠক করবেন তারা।  এ সময় পারস্য উপসাগরীয় দেশ, ইউরোপ ও এশিয়াকে নিয়ে জোট করে সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জে নামার আহ্বান জানান। খবর এএফপির।

সোমবার আরব নেতাদের সঙ্গে মাইক পম্পেও জেদ্দায় ওই বৈঠকে বসেন।

যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ে বলেছিল যুদ্ধ এড়িয়ে যেতে চায়। কিন্তু দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে ইরানের কর্তৃক মার্কিন ড্রোন ধ্বংস করার পরে।

এসব ধারাবাহিক ঘটনাগুলোর মধ্যে রয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলের জলসীমায় তেলের ট্যাংকারে হামলা।

সৌদি ও আমিরাতি নেতাদের সাধারণ (কমন) শত্রু ইরানের বিরুদ্ধে কঠোর মার্কিন দৃষ্টিভঙ্গির পক্ষে জোরালো পরামর্শ দেন।

সোমবার তারা বলেছে, মার্কিন যে কোনো নতুন নিষেধাজ্ঞা তাদের (ইরান) ওপর কোনো কার্যকর ‘প্রভাব’ পড়বে না।

মার্কিন চালকবিহীন গোয়েন্দা বিমান (ড্রোন) ভূপাতিত করার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে সামরিক হামলার হুমকি দিলেও পরে তা থেকে সরে আসেন।

একদিন পরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও লোহিত সাগরের শহর জেদ্দায় সৌদি রাজা সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

পম্পেও বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলব কিভাবে আমরা কৌশলগতভাবে জোট ও একটি বিশ্বব্যাপী জোট গঠন করতে পারি তা নিশ্চিত করা যায়।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র শুধুমাত্র পারস্য উপসাগরীয় এলাকায় জোট খুঁজছে না, ইউরোপ ও এশিয়াকে বোঝানে হয়েছে চ্যালেঞ্জ সম্পর্কে। আমাদের প্রস্তুতি নিতে হবে বিশ্বের বৃহত্তম সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্রের বিরুদ্ধে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ