আওয়ার ইসলাম: মিয়ানমারের পশ্চিমাঞ্চলে জাতিগত বিদ্রোহীদের দমনে সেনা অভিযানের মুখে রাখাইন রাজ্যে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সরকার।
স্থানীয় সময় শনিবার দেশটির একটি প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান টেলিনর গ্রুপের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর প্রকাশ পেয়েছে।
দেশটির পরিবহণ ও যোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশেই সব প্রযুক্তি প্রতিষ্ঠানের ইন্টারনেট সেবা শুক্রবার রাত থেকেই সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে টেলিনর গ্রুপ।
রাখাইনে স্থানীয় বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর লড়াইয়কে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অবৈধ কার্যত্রমে নিয়ন্ত্রণের সময় ইন্টারনেটের মাধ্যমে যাতে শান্তি বিঘ্ন না হয় সেজন্যই এমন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার একেবারে বন্ধ হওয়ার আগে ইন্টারনেটের গতি দুদিন কম ছিল।
২০১৭ সালে রাখাইনে সেনাবাহিনী রোহিঙ্গা মুসলিম নিধন অভিযানে নামে ধর্ষণ, হত্যা, অগ্নিসংযোগ থেকে রেহাই পেতে এ পর্যন্ত সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
আরএম/