আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরেকটি বিশ্বযুদ্ধের দিকে মোর নিতে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
গতকাল শনিবার টিভি উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মাহাতির মোহাম্মদ বলেন, এই উত্তেজনা যুক্তরাষ্ট্রের সৃষ্টি। প্রথমে ইরানের সাথে একটি পারমানবিক চুক্তি করলো। পরে তারা চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়ে উপসাগরে একাধিক জাহাজ পাঠালো। এভাবে ইচ্ছকৃতভাবে ইরান যুক্তরাষ্ট্রকে উত্তেজিত করছে।
মালায়েশিয়ার জনপ্রিয় এ প্রধানমন্ত্রী মনে করেন, চলমান এসব ঘটনার প্রেক্ষিতে দু’দেশ যদি যুদ্ধে জড়িয়ে যায় তখন এ যুদ্ধ শুধু এই দু’দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি তখন বিশ্বযুদ্ধে রুপ নিবে।
এ যুদ্ধে যে সমস্ত দেশ পারমানবিক অস্ত্রের দামামা দেখতে অপ্রস্তুত সেসব দেশকেও এ যুদ্ধে ব্যবহার করা হবে।
বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দা ড্রোন তেহরানের আকাশসীমায় প্রবেশ করলে গুলি করে ভূপাতিত করে ইরান। এ ঘটনার জেরে ইরানের বিরুদ্ধে হামলার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প।
তবে শেষমেষ সিদ্ধান্ত বদল করে নেন মার্কিন প্রেসিডেন্ট। আর এ নিয়েই দু’দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সূত্র: সিএনবিসি
-এটি