আওয়ার ইসলাম: পীরগঞ্জে আট হাজার পিস ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ ঠাকুরগাঁও পুলিশের এসআই হেলাল উদ্দীন প্রমানিক ও পীরগঞ্জ থানার ঝাড়ুদার মানিককে আটক করা হয়েছে।
রোববার দুপুর দেড়টার দিকে পীরগঞ্জ থানার সামনে জেলা পরিষদ ডাকবাংলোর স্টাফ কোয়াটার থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ।
ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) মুহা. মুনিরুজ্জামান জানান, এসআই হেলাল ও থানার ঝাড়ুদার মানিক পীরগঞ্জে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসায় নিয়ন্ত্রণ করে বলে আটক মাদক ব্যবসায়ীরা জিজ্ঞাসাবাদের সময় তথ্য দেয়।
সূত্র মোতাবেক রোববার সকাল থেকে ডিবি পুলিশের একটি এসআই হেলালের পীরগঞ্জস্থ ভাড়া বাসার চারপাশে অবস্থান গ্রহণ করে এবং দুপুরে ডিবি পুলিশ তার বাসায় অভিযান চালায়। এ সময় তার ঘরের ভিতর থেকে আট হাজার পিস ইয়াবা ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে এসআই হেলাল ও পীরগঞ্জ থানার ঝাড়ুদার মানিককে আটক করে ডিবি পুলিশ।
পীরগঞ্জ ও রাণীশংকৈল সার্কেলের এএসপি মোস্তাফিজুর রহমান ও ডিবির ওসি রফিকুল ইসলাম জানান, ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) মুহা. মুনিরুজ্জামানের নির্দেশে ও গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে পীরগঞ্জ থানার সাবেক এসআই বর্তমানে ঠাকুরগাঁও কোর্টে কর্মরত হেলাল উদ্দীন প্রমানিকের ভাড়া বাসা জেলা পরিষদের পীরগঞ্জ ডাকবাংলোর স্টাফ কোয়াটারে ও থানার ঝাড়ুদার মানিকের ভাড়া বাসা রেল স্টেশন সংলগ্ন দুলালের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ।
পীরগঞ্জ থানার ওসি বজলুর রশীদ, ডিবি'র ইন্সপেক্টর রুপ কুমার, এসআই শামীম হক, রবিউল ইসলাম, নাবিউল ইসলাম ও পুষ্প রঞ্জন এ অভিযান চালান।
-এএ