আওয়ার ইসলাম: ঢাকার চারপাশের নদী দখলমুক্ত অভিযানে বাধা দিতে আসলেই পরিণতি ভয়াবহ হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শনিবার বিকেলে তুরাগ নদী ও তীর থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি একথা বলেন।
এসময় দখল ও দূষণ থেকে নদীকে মুক্ত করার উদ্যোগে শতভাগ সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় সংসদ সদস্য ও জন প্রতিনিধিরা। নদী বাঁচাতে গত পাঁচ মাস ধরে দখলমুক্তের অভিযানের পর এবার নেয়া হয়েছে নদীকে বর্জ্য আর দূষণ মুক্ত করার উদ্যোগ।
দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে মন্ত্রী বলেন, নদী পাড়ের শিল্পকারখানার বর্জ্যের কারণেই ঢাকার চারপাশের নদী দূষণ মুক্ত করা যাচ্ছে না। ঢাকার চারপাশের চারটি নদী দখলমুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। নদী দখলমুক্ত করার ক্ষেত্রে বাধাদানকারীদের পরিণতি ভয়াবহ হবে।
-এএ