আওয়ার ইসলাম: শুধু চাকরির জন্য চাকরি নয়, দেশ এবং দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়ে কাজ করতে বিসিএস প্রশাসনের নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিসিএস প্রশাসনের ১১০, ১১১ এবং ১১২তম ব্যাচের আইন ও প্রশাসন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা যাতে থেমে না যায় সেদিকে নজর দিয়ে দেশের জনগণের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দিতে নতুন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আর সেই উন্নয়ন হবে দেশের পুরো মানুষের। প্রতিটি মানুষের জন্য। তাই শুধু চাকরির জন্য চাকরি নয়, দেশের মানুষকে ভালোবেসে, দেশের মানুষের সেবা করতে হবে।
অনুষ্ঠানে পাঁচ মাসের সফল কোর্স সম্পন্ন করা বিসিএস প্রশাসনের ১২০ জন নবীন কর্মকর্তার হাতে সনদ তুলে দেন শেখ হাসিনা।
-এএ