আওয়ার ইসলাম: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে কড়া সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা- ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)। তা না হলে পাকিস্তানকে ‘কালো তালিকাভুক্ত’ করা বলে হুঁশিয়ারি দিয়েছে অর্থপাচার রোধে গঠিত সংস্থাটি।
এনডিটিভির বরাতে জানা যায়, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ জোগানো এবং অর্থপাচারের ক্ষেত্রে অপর্যাপ্ত নিয়ন্ত্রণের জন্য পাকিস্তানকে বর্তমানে ‘ধূসর তালিকায়’ রেখেছে এফএটিএফ।
পাকিস্তান যদি এফএটিএফ ঘোষিত ‘কালো তালিকাভুক্ত’ হয় তাহলে তারা বিশ্বব্যাপী চাপে পড়বেএবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞারও মুখোমুখি হতে পারে দেশটি।
এক বিবৃতিতে এফএটিএফ জানায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ২০১৯ সালের অক্টোবর মধ্যে সকল অ্যাকশন প্ল্যান শেষ করার জন্য পাকিস্তানকে বলা হয়েছে। শেষ অ্যাকশন প্ল্যান প্রায় শেষ হতে চলেছে। উপযুক্ত অগ্রগতি না হলে পরের পদক্ষেপ ঠিক করবে এফএটিএফ।
হাফিজ সাইদ, মাসুদ আজাহারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে সরব হয়েছে ভারতসহ অন্যান্য দেশসমূহ।
এফএটিএফের অনেক সদস্য জানান, রাষ্ট্রসংঘ ঘোষিত পাকিস্তানের নাগরিক হাফিজ সইদ, মাসুদ আজাহারের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি।
তবে পাকিস্তান দাবি করেছে, লস্কর-ই-তৈয়বা, জামাত-উদ-দাওয়া, ফাল্লাহ-ই-ইনসানিয়ৎ ফাইন্ডেশন, জইশ-ই-মহম্মদের প্রায় ৭০০ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
-এটি