আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ আমন্ত্রণে দু দিনের সফরে পাকিস্তানে পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি।
শনিবার রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে কাতারের আমিরকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় ২১টি তোপধ্বনির মাধ্যমে তাকে সম্মান জানানো হয়। খবর ডন উর্দূ ও জিয়ো নিউজের।
পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানান, উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি পাকিস্তানে এসেছেন। আমিরের সঙ্গে কাতারের কয়েকজন মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন।
সফরে কাতারের আমির পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে বৈঠক করবেন। দু দেশের মধ্যে জোরালো ও লাভজনক অর্থনৈতিক সম্পর্কে গড়ে তোলার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি কয়েকটি সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষর হবে।
-এএ