আওয়ার ইসলাম: বিশ্বে প্রথমবারের মতো হাইটেক সিকিউরিটি ক্যামেরা ব্যবহৃত হচ্ছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে। টেক্সাস কম্পানি এথেনা সিকিউরিটি ক্যামেরাটি তৈরি করেছে।
হাইটেক সিকিউরিটির এই ক্যামেরায় রয়েছে কৃত্রিম বুদ্ধিবৃত্তিক ক্ষমতা। এটি অস্ত্রধারীকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে মুহূর্তে এর লাইভ ভিডিও অ্যালার্ট পাঠাতে সক্ষম কর্তৃপক্ষের কাছে।
ক্যানটারবেরি মুসলিম অ্যাসোসিয়েশন'র সভাপতি শাগাফ খান বলেন,আমি আশা করছি, অন্যান্য মসজিদ এবং ইসলামী স্কুলগুলোও এই প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে।
গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের যে দুই মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয় আল নূর মসজিদ তার একটি। ওই হামলায় ৫০ জন মুসল্লি শহীদ হন। আহত হন অর্ধশতাধিক।
আরএম/