মুফতি আবদুল্লাহ তামিম: দারুল উলুম দেওবন্দের ফতোয়ার অনলাইন সাইটে ১০১ নম্বর ফতোয়ায় একজন মুসল্লি জানতে চেয়ে প্রশ্ন করেছেন, মায়ের গর্ভ থেকে উল্টা জন্ম নেয়া ব্যক্তি অর্থাৎ যার পা আগে বের হয়।
তাদের নাকি বিশেষ এক প্রকার ক্ষমতা থাকে। তারা যাদি কোনো রোগীর গায়ে তার পা ছুঁয়ে দেয় সে ভালো হয়ে যায়। এটা কতটা শরিয়ত সম্মত।
তিনি এটাও জানান, তার এলাকায় একজন এমন লোক আছে যার পায়ের ছোঁয়ায় দশ বারো জন মানুষ ভালো হয়েছে। এ ধরণের লোকের কাছে রোগ সারাতে যাওয়া শরিয়ত কী অনুমতি দেয়?
উত্তরে দারুল উলুমের ১৮৭ নম্বর ফাতোয়ায় বলা হয়, ইসলামি শরিয়তে এমন উল্টা জন্মগ্রহণকারী লোকদের সম্পর্কে কোন কিছু উল্লেখ নেই, সুতরাং এ ধরনের লোকদের সম্পর্কে এমন ধারণা গ্রহণ করা ঠিক নয়।
অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করুন আর আল্লাহর কাছে প্রার্থনা করুন। তিনি আসল শাফি, রোগ মুক্তির মালিক। সবকিছুই তার ক্ষমতার আওতায়, তার আদেশ ছাড়া কিছুই ঘটতে পারে না।
সূত্র দারুল উলূম দেওবন্দের ওয়েব সাইট। প্রশ্ন নম্বর ১০১, ফতোয়া নম্বর-১৮৭। মুফতি আবদুল্লাহ তামিমের অনুবাদ।
-এটি