আওয়ার ইসলাম: অমানুষিক নির্যাতনের প্রতিবাদে ইসরায়েলি কারাগারগুলোতে থাকা ফিলিস্তিনি বন্দীরা অনির্দিষ্টকালের অনশন করছেন।
আজ রোববার (১৪ এপ্রিল) নিয়ে টানা সপ্তম দিনের মতো এ ধর্মঘট পালন করা হচ্ছে। ফিলিস্তিনের জনসংযোগ দপ্তর থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
গত রোববার (৭ এপ্রিল) রাত থেকে এ অনশন ধর্মঘট শুরু করেন ইসরায়েলি কারাগারগুলোতে বন্দী থাকা ৪০০ ফিলিস্তিনি।
জানা গেছে, ধর্মঘটে অংশ নেয়া অনেক ফিলিস্তিনি এরইমধ্যে কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ রয়েছে, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতন দিনকে দিন বেড়েই চলেছে।
ফিলিস্তিনি বন্দীদের সংগঠন বলছে, ইসরায়েলি কারা কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যপারে তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনা চলছে। তবে এখনো পর্যন্ত কোনো সমাধানে আসা যায়নি। এ বিষয়ে মিশর সমঝোতার চেষ্টা করছে, কিন্তু ইসরায়েল তাতে গুরুত্ব দিচ্ছে না।
-এএ