রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ) এর ৪২তম কেন্দ্রীয় পরীক্ষা গত ৮ এপ্রিল (সোমবার) থেকে শুরু হয়েছে। এবার সারাদেশে ২৯টি জোনের মাধ্যমে এক হাজার চার শত ৮২টি কেন্দ্রে, এক লাখ ৫২ হাজার ৩৯৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
পহেলা বৈশাখের কারণে আগামী (১৪ এপ্রিল) রোববারের পরীক্ষা (১৭ এপ্রিল) বুধবার অনুষ্ঠিত হবে বলে বেফাক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেও তা অপরিবর্তিত থাকছে বলে আওয়ার ইসলামকে বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু ইউসুফ নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আরেকটি সিদ্ধান্তের ভিত্তিতে বেফাকের পরীক্ষার সময়সূচী অপরিবর্তিত থাকছে। ইতিপূর্বের সময়সূচী অনুযায়ী বাকি পরীক্ষাগুলো যথাযথভাবে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, পহেলা বৈশাখের কারণে আগামী (১৪ এপ্রিল) রোববারের পরীক্ষা (১৭ এপ্রিল) বুধবার অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার বেফাক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই সিদ্ধান্তের ৩ ঘন্টার মাথায় বেফাক পরীক্ষার সময়সূচী পরিবর্তন করা হবে না বলে নতুন আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করে বেফাক।
এদিকে, আল হাইয়াতুল উলইয়া লিল কওমিয়াতিল জামিয়ার অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস পরীক্ষার সময়সূচি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে বলে প্রতিষ্ঠানটির দফতর সম্পাদক মাওলানা অসিউর রহমান আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।
গত ৮ এপ্রিল থেকে সম্মিলিত শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে কওমি মাদরাসার দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু হয়েছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষা চলবে।
৬ টি শিক্ষাবোর্ডের অধীনে মোট ২৬হাজার ৭শত ২১জন শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে ছাত্রী সংখ্যা প্রায় ৭ হাজার।
হাইয়াতুল উলইয়ার অধীনে ৬টি শিক্ষা বোর্ড হল- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড।
এমএম/