আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রসিদ্ধ আলেম এবং বিন নুরী মাদরাসার প্রিন্সিপ্যাল মুফতি তাকি উসমানিকে হত্যাচেষ্টার মামলায় পুলিশ ‘গুরুত্বপূর্ণ আলামত’ পেয়েছে বলে দাবি করেছেন দেশটির সিন্ধু প্রদেশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) সৈয়দ কালিম ইমাম।
শনিবার পাকিস্তান দিবসে কায়েদ-ই-আজাম জাদুঘর পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন আইজি ইমাম। এসময় তিনি আরও দাবি করেন, ‘তাকি উসমানিকে হত্যাচেষ্টার ঘটনার পর থেকে পুলিশ খুব সতর্ক-অবস্থায় রয়েছে।’
তাকি উসমানিকে হত্যার চেষ্টা ব্যর্থ হওয়া নিয়ে সন্তোষ প্রকাশ করে কালিম ইমাম বলেন, “এখন আমরা জানি, ওই হামলার পেছনে কে বা কারা জড়িত। অপরাধীদের শিগগিরই গ্রেফতার করা হবে।’
গত শুক্রবার দুপুরে দারুল উলুম করাচির প্রধান মুফতি, পাকিস্তানের সাবেক বিচারপতি ও বিশ্বের অন্যতম ইসলামি স্কলার আল্লামা মুফতি তাকি উসমানির গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে তাকি উসমানিসহ তার স্ত্রী গুরুতর আহত হন। আর মারা যান তার দুই গার্ড।
পুলিশ জানায়, ওই দিন (শুক্রবার) দুপুরে তাকি উসমানিকে বহন করা গাড়িসহ অন্য এক গাড়িতেও হামলা চালানো হয়। হামলার শিকার দুই গাড়িই দারুল উলুম করাচির; যার একটিতে আল্লামা তাকি উসমানিসহ তার স্ত্রী ছিলেন। তার নিরাপত্তায় থাকা পুলিশ নিজের জান বাজি রেখে তাকি উসমানিকে রক্ষা করেছেন।
এ ঘটনার পর তাকি উসমানিকে হত্যাচেষ্টার অভিযোগ এনে অজ্ঞাতদের নামে মামলা হয়।
কেপি