বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা এরদোগানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ মুসল্লি শহীদ হওয়ার প্রেক্ষিতে গোটা বিশ্বে ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

শুক্রবার ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) এক জরুরি বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট  একথা বলেন।

এরদোগান বলেন, ‘হলোকাস্ট গণহত্যার পর মানবতার জন্য ইহুদি বিদ্বেষীদের বিরুদ্ধে যেভাবে লড়াই করা হচ্ছে ঠিক তেমন করেই বিশ্বে ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষের বিরুদ্ধেও আমাদের লড়াই করা উচিত।’

তুরস্কের ইস্তাম্বুলে ওআইসি’র সদস্যভূক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান মসজিদে সন্ত্রাসী হামলার পর নিউজিল্যান্ড সরকার ও দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের ভূমিকার প্রশংসা করেন।

১৫ই মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জঙ্গি ব্রেনটন ট্যারেন্টের সন্ত্রাসী হামলায় ৫০ মুসল্লি শহীদ হওয়ার প্রেক্ষিতে ওআইসিসি এই জরুরি বৈঠকে বসেন।

সূত্র: আলজাজিরা

আরএইচ/


সম্পর্কিত খবর